DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ঝড়ের কবলে ইজিবাইক উল্টে ভাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি গুরুতর আহত

মামুনুর রশীদ
মার্চ ২৭, ২০২৩ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঝড়ের কবলে ইজিবাইক উল্টে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার শাহাদাৎ হোসেন।

গতকাল বিকেলে ইফতার পূর্বে তিনি পেশাগত দায়িত্ব পালন করে নিজের বাড়ি কালামৃধার ভাষড়া গ্রামে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে তার বহনকারী ইজিবাইক ঝড়ো হাওয়ায় উল্টে গিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে গেলে তিনিসহ ইজিবাইকের আরও কয়েক যাত্রী গুরুতরভাবে আহত হন। আহত অবস্থায় তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় কালামৃধা বাজারের চিকিৎসকদের কাছে নিয়ে চিকিৎসা দেন। সাংবাদিক শাহাদাৎ হোসেন জানান৷ তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে এবং ৮/১০টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। দ্রুত সুস্থতা কামনায় তিনি সবার কাছে দোয়ার আবেদন করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৫
  • ১৯:৫৭
  • ৫:১৮