DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার নেতৃত্বকে স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে বিল

Astha Desk
এপ্রিল ১, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

শেখ হাসিনার নেতৃত্বকে স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে বিল

আস্থা ডেস্কঃ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির স্বীকৃতি দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সে লক্ষে বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস উপলক্ষে ২৯ মার্চ/২০২৩ একটি বিল উত্থাপন করা হয়েছে দেশটির কংগ্রেসে। কংগ্রেসের বাংলাদেশ বিষয়ক কমিটির সহ-সভাপতি দক্ষিণ ক্যারোলিনার রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন বিলটি উত্থাপন করেন।

বিলটিতে বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনীর চালানো বর্বরতার কথা এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবদানের কথা উল্লেখ করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থসামাজিক, খাদ্য উৎপাদন, দুর্যোগ ব্যবস্থাপনা, দরিদ্রতা বিমোচন, স্বাস্থ্যখাত, শিক্ষা এবং নারী ক্ষমতায়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় মুসলিম দেশ হিসেবে নিজ অবস্থান ধরে রেখেছে এবং জঙ্গিবাদের হুমকি প্রশমিত করেছে। এছাড়া বাংলাদেশে মানুষ স্বৈরাচারী শাসনের বদলে গণতন্ত্রকেই সমর্থন করে। লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয়ের কথাটিও উল্লেখ করা হয়েছে।

বিলটিতে আরও বলা হয়েছে, ৫০ বছরে বাংলাদেশ আর্থসামাজিক খাতে অসাধারণ উন্নতি করেছে। একটি গরিব দেশ থেকে বিশ্বের সবচেয়ে ক্রমবর্ধমান অর্থনীতির দেশে পরিণত হয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর বাংলাদেশের অর্থনীতি নয় বিলিয়ন ডলার থেকে ৪৫০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। মানুষের গড় আয়ু ৪৭ বছর থেকে ৭৩ বছর হয়েছে এবং বয়স্ক শিক্ষার হার প্রায় ৭৫ শতাংশে পৌঁছেছে।

 

বাংলাদেশের প্রশংসা করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনৈতিকম সামাজিক এবং জাতীয় নিরাপত্তার লক্ষ অর্জনে ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র সহযোগী হিসেবে থাকবে বলে উল্লেখ করে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে বিলে বলা হয়েছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রফতানির বাজার এবং সরাসরি বৈদশিক বিনিয়োগের অন্যতম বড় সূত্র। অপরদিকে বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য এবং আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অবদান রাখছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০