কৃষকের ধান কেটে দিচ্ছে গোবিন্দগঞ্জ আওয়ামী লীগ
ওমর ফারুক রনি/গাইবান্ধা প্রতিনিধিঃ
কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকের ধান কেটে দিচ্ছেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ বুধবার (২৬ এপ্রিল) গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চাদঁপুর সিংগা এক কৃষকের ৩৩ শতক ধান কেটে দেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ প্রধানের নেতৃত্বে ১২০ জন নেতাকর্মী।
উপজেলার চাঁদপুর সিংগা গ্রামের কৃষক শাহেদা বেগম বলেন, ‘আমার মাত্র ৩৩ শতক জমির ধান পেকেছে। কিন্তু, ধান কাটার কোনো শ্রমিক পাচ্ছি না। তাছাড়া শ্রমিকের খরচও বেশি। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এই খবর পেয়ে আমার ধান কেটে দিয়েছে। এভাবে সাধারণ কৃষকের ধান কেটে দিলে অনেক কৃষক উপকৃত হবে।
গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল লতিফ প্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের অসচ্ছল কৃষক বিশেষ করে যারা শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না তাদের ধান কেটে দেওয়ার আহ্বান জানান। সে আহ্বানে সাড়া দিয়ে আমরা আজ একজন কৃষকের কিছু ধান কেটে দিয়েছি।
তিনি আরও বলেন, ‘যেসব কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না, তারা আমাদের খবর দিলে আমরা ধান কেটে দিব। আজ থেকে এই কার্যক্রম শুরু করেছি। পুরো বোরো মৌসুমে আমরা এটা অব্যাহত রাখব।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ঠান্ডু, জেলা যুবলীগের সহ-সম্পাদক কায়সার সুমন, গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ শফিউল আলম হিরু, হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগেরসহ সভাপতি নুরুন্নবী ডিপটি প্রমুখ।