শিরোনাম:
দিনাজপুরে কোচিং খোলা রাখায় অর্ধলক্ষ টাকার জরিমানা
Astha DESK
- আপডেট সময় : ০৩:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১০৫৯ বার পড়া হয়েছে
দিনাজপুরে কোচিং খোলা রাখায় অর্ধলক্ষ টাকার জরিমানা
নিজামুল ইসলাম/দিনাজপুর প্রতিনিধিঃ
এসএসসি/সমমানের পরীক্ষা ২০২৩ চলাকালীন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং করানোর অপরাধে দিনাজপুরে একটি কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (৩মে) সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
নির্বাহী কর্মকর্তা রমিজ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঘাসিপাড়া এলাকায় পরিচালিত অভিযানে পাইয়োনিয়ার কোচিং সেন্টার চালুর সত্যতা পাওয়ায় কোচিং সেন্টারের ম্যানেজার মোকাররম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারদন্ড প্রদান করা হয়।
তিনি আরও বলেন, একইসাথে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ঐ কোচিংয়ের কার্যক্রম বন্ধ করতে উপস্থিত পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

















