কঙ্গোয় বন্যায় ৭২ জনের মৃত্যু
আস্থা ডেস্কঃ
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোয় টানা বৃষ্টিতে অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ মে) রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে দেশটির কিভু প্রদেশের দক্ষিণে এ ঘটনা ঘটে। এ অবস্থায় শুক্রবার (৫ মে) রেডক্রসের কর্মী ও স্থানীয় প্রশাসন অন্তত ৭২ জনের মরদেহ উদ্ধার করে। মৃতদের অধিকাংশ নারী ও শিশু।
জানা গেছে, মুষলধারে বৃষ্টির কারণে কিভু প্রদেশের দক্ষিণ দিকে ব্যাপক বন্যা দেখা দেয়। এতে বুশুশু ও ন্যামুকুবি নামের দুটি গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়। অনেক বাড়ি-ঘর ধ্বংস হয়। যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। গত মাসে কিভু প্রদেশের উত্তরাঞ্চলে বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়। ডিসেম্বরে দেশটির রাজধানী কিনশাসায় একই ধরনের ঘটনায় অন্তত ১শ ৬৯ জনের মৃত্যু হয় বলে উল্লেখ করা হয়েছে আল-জাজিরার প্রতিবেদনে।
তবে ২০১৪ সালে দেশটিতে বড় ধরনের বন্যা দেখা দিয়েছিল। তখন দেশটির বিভিন্ন অঞ্চলে অন্তত ৭শ ঘরবাড়ি ধ্বংস হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের এক প্রতিবেদনে। একই সময়ে মৃত্যু হয়েছিল ১শ ৩০ জনের বেশি মানুষের। তবে ওই বন্যায় দেশটির প্রকৃত হতাহতের সংখ্যা অনেক বেশি বলে ধারণা করা হয়। সূত্র : আল-জাজিরা।