জম্মু-কাশ্মীরে বিস্ফোরণে ২ সেনা নিহত
আস্থা ডেস্কঃ
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে দেশটির দুই সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় এক কর্মকর্তাসহ আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (৫ মে) রাজৌরি জেলার কান্দি এলাকার এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, সেনাবাহিনী বিচ্ছিন্নতাবাদীদের নির্মূলে একটি অভিযান শুরু করেছে। এ বিচ্ছিন্নতাবাদী সেনাবাহিনীর ওপর সাম্প্রতিক হামলার চালিয়েছিল। ওই ঘটনায় পাঁচ সেনা নিহত হয়।
মুখপাত্র আরও বলেন, অভিযান চলার সময় বিচ্ছিন্নতাবাদীরা বিস্ফোরণ ঘটালে দুই সেনা নিহত হন। এক কর্মকর্তাসহ আহত হন চারজন। আহতদের উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, রাজৌরি জেলার কান্দি এলাকার কেশরি হিলে অভিযান চালানো হয়। বিচ্ছিন্নতাবাদী দলটি ২০ এপ্রিল পুঞ্চ জেলার ভাটা ধুরিয়ানে একটি সেনা ট্রাকে অতর্কিত হামলা চালালে পাঁচ সেনা নিহত হয়। পরে সেনাদের অস্ত্র নিয়ে পালিয়ে যায় তারা।