বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থী মেহেদী আর নেই
জবি প্রতিনিধিঃ
পুরান ঢাকার ধূপখোলা বাজারে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনায় আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান শাওনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৬ মে) সকালে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যান। শাওন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম।
তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান শাওন আজ সকালে মারা গেছে। পরিবার এসে শিক্ষার্থীর লাশ নিয়ে যাবে। নিহত শিক্ষার্থীর জানাযা কোয়ান্টাম মসজিদে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ১ মে (সোমবার) পুরান ঢাকার ধূপখোলা বাজারে রাস্তার গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐ সময় জবি শিক্ষার্থী শাওন সহ আরো ৮ জন আহত হন। পরবর্তীতে আহত শিক্ষার্থীকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ভর্তি করা হয়। সেখানে ৬ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান শাওন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।