শিরোনাম:
পাঁচবিবিতে ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা
Astha DESK
- আপডেট সময় : ১০:৪৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ১০৫০ বার পড়া হয়েছে
পাঁচবিবিতে ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে নিজ শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আবু হোরাইরা(১৬) নামের এক মাদ্রাসাছাত্র আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার (৯ মে) ভোরে উপজেলার চকশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হোরাইরা ঐ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও বাগজানা আছিরিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, হোরাইরা রাতে পড়াশুনা করে নিজ ঘরে শুয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়াই অনেক ডাকাডাকি করে না উঠায় দরজা ভেঙ্গে ঘরে ঢুকে আড়ার সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। পরে পুলিশকে খবর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক দৈনিক আস্থাকে জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

















