গাজায় ইসরাইলী হামলায় কমান্ডারসহ নিহত-২৩
আস্থা ডেস্কঃ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত দুই দিনে ইসরাইলী বিমান হামলায় এক কমান্ডারসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬৪ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। এই ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র।
বৃহস্পতিবার ফজরের সময় বিমান হামলায় ফিলিস্তিনি গ্রুপ ইসলামিক জিহাদের রকেট ইউনিটের প্রধান আল ঘালি নিহত হয়েছেন বলে ইসরাইল দাবি করেছে।
এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার সাতজন নিহত হয়। এর আগে মঙ্গলবার নিহত হয় ১৫ জন। এছাড়া লায়ান মধুক নামের এক ১০ বছরের ফিলিস্তিনি বালিকাও নিহত হয়েছে। গাজা সিটিতে তার বাড়িতে বিস্ফোরণ ঘটলে সে নিহত হয়।
আল জাজিরার ইয়ামনা আল সাইয়েদ গাজা সিটি থেকে জানান, প্রবল উত্তেজনা বিরাজ করছে। দোকানপাট, স্কুল, সরকারি-বেসরকারি স্থাপনা, সবকিছুই বন্ধ রয়েছে। লোকজন খুব কমই ঘরের বাইরে যাচ্ছে।
ইসরাইলি কর্মকর্তারা বলেন, গাজা থেকে চার শতাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। তারা জানায়, বেশির ভাগ রকেটই উন্মুক্ত এলাকায় ভূপাতিত করা হয়েছে। তবে এক তৃতীয়াংশ ভুলপথে গিয়ে গাজার ভেতরেই পতিত হয়েছে। সূত্র : আল জাজিরা, সংবাদ সংস্থা এসোসিয়েট প্রেস।