DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ইমরান খানকে হাজির করার নির্দেশ সুপ্রিম কোর্টের

Astha Desk
মে ১১, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ইমরান খানকে হাজির করার নির্দেশ সুপ্রিম কোর্টের

আস্থা ডেস্কঃ

ইমরান খানের আটককে ঘিরে পাকিস্তানে চলমান অস্থিরতা নতুন মোড় নিতে পারে। দেশটির সুপ্রিম কোর্ট ইমরান খানের আটককে সম্পূর্ণ আইনবহির্ভূত ঘোষণা করেছে। ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে হাজির করতে জাতীয় জবাবদিহিতা ব্যুরোকে (ন্যাব) নির্দেশ দেওয়া হয়েছে।

নিজের আটকের বিরুদ্ধে ইমরান খানের দায়েরকৃত এক আবেদনের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল, বিচারপতি মুহাম্মদ আলী মাজহার ও বিচারপতি আতহার মিনাল্লাহকে নিয়ে গঠিত তিন-সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চ কিছুক্ষণ আগে এ নির্দেশনা জারি করেছেন।

ইমরান খানের আটক ইস্যুতে ন্যাবকে ভৎসনা করে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল বলেছেন, ন্যাব কোনো শিক্ষা নেয়নি। কোন বাহিনী কার অনুমোদন বলে তাকে আটক করেছে, আমরা তা জানতে চাই। এ ব্যাপারে আজই আদালতের সিদ্ধান্ত ঘোষণা করা হবে। তার আগে বিকেল সাড়ে চারটার মধ্যে ইমরান খানকে এখানে হাজির করতে হবে।

ন্যাবের পক্ষ থেকে ইমরান খানকে হাজির করার জন্য আগামীকাল দুপুর পর্যন্ত সময় চাইলে সুপ্রিম কোর্ট তা প্রত্যাখ্যান করে বলেছেন, সাড়ে চারটা পর্যন্ত নির্দেশ পালনের সময় দেওয়া হয়েছে। আমরা সমগ্র পাকিস্তানকে কারাগার বানাতে দেব না।

সুপ্রিম কোর্টের আদেশের আগে আজ দুপুর থেকে পরিস্থিতি কিছুটা পরিবর্তনের আভাস দেখা যায়। বেলা ১২টার দিকে ইসলামাবাদ পুলিশ লাইন্সের গেস্ট হাউজে আটক ইমরান খানের সঙ্গে তার আইনজীবীদের সাক্ষাৎ করতে দেওয়া হয়। এ সময় ইমরানকে তার স্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলতে দেওয়া হয়।

এরপর দুপুরে ইমরান খানের আটক, তার সঙ্গে দুর্ব্যবহার ও চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক টুইট করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী। দুইদিন পর প্রেসিডেন্টের নিরবতা ভাঙার খবরে অনেকে স্বস্তি প্রকাশ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন।

এর আগে গতকাল রাতে গিলগিট-বালতিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা খালিদ খুরশিদকে গৃহবন্দি করে পাকিস্তান সরকার। পাকিস্তানের নামী সাংবাদিক ইমরান রিয়াজ খানকেও গ্রেপ্তার করা হয়। এ সময় কেউ কেউ প্রেসিডেন্টকেও সেনাবাহিনী অঘোষিতভাবে অন্তরীণ করেছে কিনা সে প্রশ্ন তোলেন।

গতকাল ইমরান খানের দল পিটিআই থেকে প্রকাশিত নথিতে দেখা যায়, গত ৩০ এপ্রিল আল-কাদির ট্রাস্ট মামলায় ন্যাবের চিঠি পাওয়ার পর ইমরান খান ৫ মে ন্যাব চেয়ারম্যান বরাবর পাঠানো রেজিস্টার্ড ডাকে চিঠির জবাব দিয়েছেন। কিন্তু তার আগেই ১ মে তারিখে ন্যাব চেয়ারম্যান ইমরান খানকে আটকের আদেশে স্বাক্ষর করে রাখেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০