DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নকল জুস তৈরির অভিযোগে কারখানা সীলগালা

Ellias Hossain
মে ১৬, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

নকল জুস তৈরির অভিযোগে কারখানা সীলগালা

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় বিএসটিআইয়ের অভিযানে সন্ধান মিলেছে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের নামে নকল জুস তৈরির করার কারখানার । অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের আর্টিফিশিয়াল ফ্লেভার জুস, আইসবার, এডিবল জেলসহ বিপুল পরিমাণ নকল ও ভেজাল তৈরির খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

পরে ভ্রাম্যমাণ আদালত সিলগালা করে দিয়েছে নকল জুস তৈরির কারখানাটি। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বিনোকদিয়া বাজারে ভ্র্যাম্যমান আদালত আল্লাহর দান ফুড প্রোডাক্টস নামের কারখানায় অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে গড়ে উঠা জুস কারখানা থেকে নকল পণ্য জব্দ করেন এবং মালিক রবিউল ইসলামকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। অভিযান পরিচালনাকালে ফরিদপুর জেলা বিএসটিআই-এর পরিদর্শক ইঞ্জিনিয়ার এস এম সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।

 

ভ্রাম্যমাণ আদালত থেকে জানা গেছে, বিএসটিআইয়ের অনুমোদনহীন আল্লাহর দান ফুড প্রোডাক্টস কারখানাটিতে বিভিন্ন নামিদামি ব্রান্ডের মোড়ক ও বোতল নকল করে নিম্নমানের অস্বাস্থ্যকর আর্টিফিশিয়াল ফ্লেভার জুস, আইসবার, এডিবল জেলসহ বিভিন্ন নকল ও ভেজাল খাদ্যপণ্য তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর তথ্য অনুসন্ধানে ঘটনার সত্যতা পেয়ে সেখানে ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন, বিএসটিআই আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল জুস তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তার অধীকার সংরক্ষণ বিরোধী আইনে কারখানাটি সীলগালা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬