খাগড়াছড়িতে আগুনে ক্ষয়ক্ষতি কোটি টাকা
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার দীঘিনালাতে আগুনে পুড়লো ৬০ দোকান। মঙ্গলবার (১৭ মে) দিনগত রাত ১টার দিকে লারমা স্কয়ারের সামনের বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়, রাতে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা সবাই নিজ নিজ বাসায় চলে যান। মধ্যরাতে জ্বলে আগুন। এতে ৬০টি দোকান পুড়ে কয়েক কোটি টাকার মালামাল নষ্ট হয়ে যায়।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে দোকানগুলো পুড়ে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।