DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২০শে এপ্রিল ২০২৫
ঢাকারবিবার ২০শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাজার শয্যায় উন্নীত

Astha Desk
মে ২০, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাজার শয্যায় উন্নীত

 

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল পাঁচশত থেকে এক হাজার শয্যায় উন্নীতর ঘোষণা দিয়েছেন মন্ত্রণালয়ের উপ সচিব রওনক আফরোজ । গত ১৭ মে তারিখে তার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনটি জারি করা হলেও মূলত এটি জানা যায় একদিন পর ১৮ মে।

 

এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল এক হাজার শয্যায় উন্নীত করা হয়েছে। এমন খবরে জেলা সদর থেকে শুরু করে জেলা, জেলা সদর উপজেলাসহ অপরাপর আটটি উপজেলায় সাধারণ মানুষের মাঝে আরও কাঙ্ক্ষিত সুচিকিৎসার পাওয়ার আশায় উচ্ছ্বাস জেগে উঠেছে। সাধারণ মানুষের শ্লোগান-আর নয় ঢাকা? এবার ফরিদপুরে পাওয়া যাবে উন্নতমানের চিকিৎসা সেবা। সেই বিবেচনায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ স্থাপনের পর থেকে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের চিকিৎসাসেবার জন্য একটি বিশেষ প্রাণকেন্দ্র হিসেবে সবার কাছে বিবেচিত।

 

এদিকে প্রজ্ঞাপনের বিষয়টি সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক সাংবাদিকদের বলেন, হাসপাতালটি পাঁচশ শয্যা বিশিষ্ট হলেও প্রতিদিন গড়ে আট থেকে নয়শত বিভিন্ন ধরনের রোগে আক্রান্তকারী রোগী ভর্তি থাকেন। এতদিন সব রোগীদের খাবার সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। এজন্য হাসপাতালটি এক হাজার শয্যায় উন্নীত করতে আমরা স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছিলাম। সরকারের পক্ষে আমাদের আবেদন সাদরে গৃহীত হওয়ায় আমরাও ফরিদপুরবাসীর পক্ষ থেকে সরকারের কাছে কৃতজ্ঞ এবং ফরিদপুরের সাধারণ মানুষের মত উচ্ছ্বাসিত। কারন চিকিৎসাসেবা হচ্ছে মানবসেবা। সকল মানুষের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে চিকিৎসকেরা মানুষের সেবা দান করতে পারবে এটাই আমাদের বড় পাওয়া।

 

তিনি আরও বলেন, হাসপাতালের নতুন ভবনটি আটতলার ভিত্তির উপর স্থাপিত। সেটি ছয়তলা পর্যন্ত করা অছে। বাকি দুই তলার নির্মাণ কাজ শেষ হলে পাশাপাশি নতুন একটি ভবন করা গেলে পূর্ণাঙ্গভাবে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে কার্যক্রম করা সম্ভব হবে। এটি এ অঞ্চলের মানুষদের জন্য একটি সুসংবাদ বলে তিনি দাবী করেন।

 

আরো পড়ুন :  আখাউড়ায় ৩ নারীর চুল কাটা সুমন আটক

ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন রোগী হারেজ মিয়ার স্বজন জানান, আমরা শুনে আনন্দিত যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাজার শয্যায় উন্নীত করেছেন আওয়ামীলীগ সরকার প্রধান বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ সরকারে থাকায় সারাদেশসহ উন্নয়নের পাশাপাশি ফরিদপুরের সাধারণ মানুষের সুচিকিৎসা সেবা পাওয়ার লক্ষে মেডিকেল হাসপাতালটি ৫০০ শয্যা থেকে একহাজার শয্যায় উন্নীত করে দিলেন এজন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাজার শয্যায় উন্নীতর প্রজ্ঞাপনে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফের যৌথ স্বাক্ষতি এক অভিনন্দন পত্রে শয্যা বাড়ানোর জন্য গণতন্ত্রের মানস কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

প্রসঙ্গত কারণে উল্লেখ্য। ১৯৮৫ সালে ভিত্তি প্রস্তর স্থাপনের পর ১৯৯৫ সালের ৩০ মে ২৫০ শয্যা নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব পাশে শহরতলীর হাড়োকান্দি এলাকায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের যাত্রা শুরু হয়। ২০১২-১৩ অর্থবছরে শয্যা বাড়িয়ে ৫০০তে উন্নীত করার পর ২০২১ সালের ৪ এপ্রিল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর নামকরণ করে সরকার। যেখানে প্রতিদিন বৃহত্তর ফরিদপুর জেলাসমূহ পার্শ্ববর্তী জেলা উপজেলার শত শত রোগী আউট ডোর ও ইনডোরে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩