DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ব্যাটারীর জন্য চালককে গলা কেটে খুন

Astha Desk
মে ২২, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

ব্যাটারীর জন্য চালককে গলা কেটে খুন

 

আমিনুল জুয়েল/নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় টমটমের ব্যাটারী চুরি করার উদ্দেশ্যে অতুল কুমার সরকার (৪০) নামে এক ইজিবাইকচালকের গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। আজ সোমবার (২২ মে) দুপুরে নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত অতুল নওগাঁ পৌরসভার সুলতানপুর মঠের ঘাট এলাকার অভয় চন্দ্রের ছেলে।

 

নওগাঁ পৌরসভার নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের নলগড়া এলাকার একটি ইটভাটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় মরদেহের কিছু দূর থেকে তার গাড়িটিও উদ্ধার করা হয়। তবে সেটিতে কোনো ব্যাটারি পাওয়া যায়নি।

 

নিহতের ভাই রঞ্জিত সরকার জানান, গতকাল রবিবার সন্ধ্যায় গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয় অতুল। পরে রাত ১২টা বাজলেও সে বাড়ী ফিরে না আসায় আমরা চিন্তায় পরে যাই। ভোরে বৌদি আমাকে ডেকে বলে তোমার ভাই রাতে বাড়ি ফিরেনি। এসময় তার মোবাইলে ফোন দিলে মোবাইল বন্ধ দেখায়। সকালে তাকে বিভিন্ন জায়গায় খুঁজেও কোনো সন্ধান খোঁজ পাওয়া যায়নি।

 

তিনি আরও জানান, আমার ভাই ওই ইজিবাইকটি ভাড়াই চালিত। সকালে ওই গাড়ি রাখার গ্যারেজে খোঁজ নিতে যাই। এসময় মালিকের কাছে ফোন আসে, একটি গাড়ি পড়ে আছে। তখন সেখানে গিয়ে দেখি আমার ভাইকে বিভিন্ন জায়গায় আঘাত করে মেরে ফেলা হয়েছে। আমার ধারনা পরিচিত কেউ পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। আমরা এর বিচার চাই।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইকের ব্যাটারি ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮