DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১২ই মে ২০২৫
ঢাকাসোমবার ১২ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে শিশু নির্যাতন মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

Astha Desk
মে ২৩, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে শিশু নির্যাতন মামলায় একজনের যাবজ্জীবন
কারাদণ্ড

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

শিশু ধর্ষণের অপরাধ মামলায় মোঃ হারুন শেখ নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।

 

আজ মঙ্গলবার (২৩মে) দুপুরের এই রায় প্রদান করেন আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান। রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত ছিলেন আাসামি হারুন শেখ।

 

সাজা প্রাপ্ত আসামি জেলার আলফাডাঙ্গার উপজেলার পাকুড়িয়া এলাকার কামাল শেখের পুত্র। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাজা প্রদান করা হয়।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় উপজেলার পাকুড়িয়া গ্রামের জনৈকা শিশু কন্যা (১৩) কে আসামী হারুন শেখ ধর্ষণ করে এবং তার নিজের মোবাইল দিয়ে ধর্ষণের দৃশ্য ভিডিও ধারণ করে। ঘটনার পরের দিন আলফাডাঙ্গা থানায় শিশুটির মা মনোয়ারা বেগম বাদী হয়ে মামলা করেন। ওই মামলা পুলিশ গত ২০২১ সালের ২৮ জুন আদালতে আসামিকে দোষী প্রমাণ করে চার্জশীট দাখিল করে।

 

ফরিদপুরের নারী ও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিটর আইনজীবি স্বপন পাল বলেন, মামলাটির দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার মোঃ হাফিজুর রহমান আসামি হারুন শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকার অর্থদণ্ডের আদেশ প্রদান করেন।

 

এদিকে আদালতের রায়ে বাদীপক্ষ ও তার স্বজনরা সন্তোষ প্রকাশ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮