DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

তিতুমীর কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্‌যাপন

Astha Desk
মে ২৫, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

তিতুমীর কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্‌যাপন

 

মোঃ অরিদুল্লাহ্তি/তুমীর কলেজ প্রতিনিধিঃ

রাজধানীর মহাখালীস্থ সরকারি তিতুমীর কলেজে রবীন্দ্র- নজরুল জয়ন্তী/১৪৩০ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫মে) সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের শহিদ বরকত মিলনায়তনে এ অনুষ্টিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালক মিনার রহমান।

 

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহিউদ্দিন ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মালেকা আক্তার বানু।

 

প্রধান অতিথি বলেন, রবীন্দ্র-নজরুল সঙ্গীতের মতো এত চমৎকার, এতো গভীর কোনো সঙ্গীত বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশের ইতিহাসের সাথে মিশে আছে রবীন্দ্র-নজরুল। বর্তমান প্রজন্মকে রবীন্দ্রনাথ ও নজরুলের চেতনাকে হৃদয়ে লালন করতে হবে।

 

কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান উল্লেখ করে বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী।

 

এছাড়াও উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কামরুন নাহার মায়া, কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মোড়লসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০