DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য আটক

Astha Desk
মে ২৭, ২০২৩ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য আটক

 

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আন্ত:জেলার মোটর সাইকেল চোর চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় দুটি চোরাই মোটরসাইকেল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। গ্রেপ্তার কৃতরা হলো, আব্দুল্লালহ শেখ, সুমন মোল্যা, নাইমুর রহমান নাইম ও ওহিদুর রহমান। তাদের প্রত্যেকের বাড়ি বোয়ালমারীর চতুল ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

 

ডিবি পুলিশের অফিসাস ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বোয়ালমারীর চতুল ইউনিয়নের বাইখির চৌরাস্তার এলাকা হতে জেলার আন্ত:জেলার মোটর সাইকেল চোর চক্রের মূলহোতাসহ চারজনকে আটক করা হয়। আসামিরা বিভিন্ন স্থান হতে মোটরসাইকেল চুরি করে কম দামে বিক্রি করার পাশাপাশি চোরাইকৃত মোটরসাইকেল তাদের হেফাজতে রেখে পরবর্তীতে ইঞ্জিন ও চেসিস নম্বর অন্যের নিকট বেশি দামে বিক্রি করত।
ডিবি পুলিশের এসআই ইমানুর হোসেন বাদী হয়ে এব্যাপারে বোয়ালমারী থানায় ধারা-৩৭৯/৪১১/৪১৩ পেনাল কোড এ মামলা রুজু করেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮