কুমিল্লায় জনতার সাথে মতবিনিময়ে এমপি বাহার
কুমিল্লা প্রতিনিধিঃ
বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। আজ শনিবার (২৭ মে) ৫নং পাঁচথুবী ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
মতবিনিময় কালে তিনি জনগণের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলকে দিক নির্দেশনা প্রদান করেন। কিছু কিছু সমস্যা তাৎক্ষণিক সমাধান করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আমিনুল ইসলাম টুটুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ আবদুল বাকী আনিছ, যুগ্ম-সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল বাশার, সাধারণ সম্পাদক আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বকুল প্রমূখ।
এমপি বাহার বলেন, চাঁনপুরে অনেক উন্নয়ন হয়েছে। ৭০ কোটি টাকা ব্যায়ে চাঁনপুরে দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণ করা হবে। চাঁনপুরে একসময় অনেক সমস্যা ছিলো, অবিচার ছিল আমি সেগুলো সমাধান করে শৃঙ্খলা ফিরিয়েছি। এখনো নাকি ভিন্ন স্টাইলে চাঁদাবাজি হয় বলে আমার কাছে অভিযোগ এসেছে। এখনো সময় আছে, ভালো হয়ে যান না হয় কিভাবে সোজা করতে হয় আমার জানা আছে।
তিনি আরও বলেন, কুমিল্লার কাপ্তানবাজার থেকে চাঁনপুর ব্রিজ হয়ে সালদানদী হয়ে কসবা সৈয়দাবাদ পর্যন্ত ফোরলেন সড়কে উন্নীত করার জন্য প্রকল্প তৈরি হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকারর নাগরিকদের জন্য ১৭ রকমের ভাতা চালু করেছে। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী অনেক রূপরেখা নির্ধারণ করেছে। এবছরের ডিসেম্বরের মধ্যে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু হবে। এখন যেটা আগারগাঁও পর্যন্ত চলমান আছে। এমনভাবে ২০৪১ সাল পর্যন্ত দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন শেষ হয়ে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে।