ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে সেপটিক ট্যাংক থেকে দুই লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
  • / ১০৪০ বার পড়া হয়েছে

রাজধানীতে সেপটিক ট্যাংক থেকে দুই লাশ উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর উত্তরখানে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে যাওয়া দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ রোববার (২৮মে) বেলা ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।

 

নিহতরা হলো-গাইবান্ধা জেলায় বাসিন্দা মোঃ আবদুস সামাদ (৫৫) ও মধু মিয়া (৪২)। লাশ স্থানীয় থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে উত্তরখান মাজার এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে দুই শ্রমিক আটকা পড়েন। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে।

 

উত্তরখান থানার ওসি কাজী আবুল কালাম বলেন, সকাল ১০টার দিকে খবর পাই উত্তরখানের বাবুর্চি মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন দুই শ্রমিক। বিষাক্ত গ্যাসের কারণে তারা আর ওপরে উঠতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে দুজনের মরদেহ উদ্ধার করে।

 

ওসি আরও বলেন, দুই শ্রমিকের মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ট্যাগস :

রাজধানীতে সেপটিক ট্যাংক থেকে দুই লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩

রাজধানীতে সেপটিক ট্যাংক থেকে দুই লাশ উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর উত্তরখানে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে যাওয়া দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ রোববার (২৮মে) বেলা ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।

 

নিহতরা হলো-গাইবান্ধা জেলায় বাসিন্দা মোঃ আবদুস সামাদ (৫৫) ও মধু মিয়া (৪২)। লাশ স্থানীয় থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে উত্তরখান মাজার এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে দুই শ্রমিক আটকা পড়েন। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে।

 

উত্তরখান থানার ওসি কাজী আবুল কালাম বলেন, সকাল ১০টার দিকে খবর পাই উত্তরখানের বাবুর্চি মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন দুই শ্রমিক। বিষাক্ত গ্যাসের কারণে তারা আর ওপরে উঠতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে দুজনের মরদেহ উদ্ধার করে।

 

ওসি আরও বলেন, দুই শ্রমিকের মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।