শেখ হাসিনার উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে-আজাদ
ফরিদপুর প্রতিনিধিঃ
বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করার জন্য রাজপথে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্য প্রক্রিয়া অটুট রাখতে হবে বলে উল্লেখ করে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ.কে আজাদ বলেছেন, আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কান্ডারি শেখ হাসিনা দেশের প্রতিটি ক্ষেত্রে যে ব্যাপকউন্নয়ন করেছেন সেই উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে।
আজ রবিবার (২৮মে) বিকালে শহরের ব্রক্ষসমাজ রোড সিভিল সার্জন অফিসের সামনে পৌর আওয়ামী লীগের আয়োজনে দেশ ব্যাপী বিএনপি জামাতের ষড়যন্ত্র, আগুন সন্ত্রাস ও নৈরাজ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
তিনি বলেন, পাকিস্তানি দোসর বিএনপি জামাত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদান করে দেশকে আবারো অস্থিতিশীল করতে চাচ্ছে। দেশের উন্নয়নের ধারাকে বন্ধ করতে চাচ্ছে। কিন্তু বাংলার মাটিতে পাকিস্তানি দোসরদের কোন জায়গা হবে না।
কারণ দেশের আজ যা অর্জন তার সবটুকুই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফল। হাসিনার উন্নয়নের কথা আমরা ঘরে ঘরে পৌছে দেওয়ার মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা হবে।
এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, আওয়ামীলীগ নেতা খলিফা কামালউদ্দিন, জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি আক্কাস হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, এ্যাড. বদিউজ্জামান বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত তানিয়া।
জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা বিপুল ঘোষ বলেন, আগামী জাতীয় নির্বাচনে দল যাকে মনোনয়ন দেয় তাকে নিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে। দলীয় প্রার্থীকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সময় আছে আসুন সবাই মিলে নিজেদের ভোদাভেদ ভূলে দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশ মেনে সরকারের উন্নয়ন চিত্র মানুষের মাঝে তুলে ধরি।
পৌর আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন বাপ্পির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহাতাব আলী মেথু, শহর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খান মোঃ শাহ সুলতান রাহাত, ছাত্রলীগ সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ প্রমুখ।