DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা

Ellias Hossain
মে ২৯, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ৬৬ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। আজ সোমবার দুপুরে জয়পুরহাট পৌর মিলনায়তনে বাজেট ঘোষনার করা হয়।

প্রথম পর্বের অনুষ্ঠান উদ্বোধন করেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমন মোস্তাক পরে প্যানেল মেয়র ইকবাল ইকবাল হোসেন সাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদুর রহমান রতন, হিসাব রক্ষন কর্মকর্তা মোস্তা হাসান বাবু ও হিসাব রক্ষক জুলফিকার আলী লেবু।

এ সময় উপস্থিত ছিলেন, লোকাল হেলথ সিষ্টেম সাষ্টেইন এবিলিটি’র (এলএসএসএ) আঞ্চলিক সমন্বয়কারী জাকির হোসেন, পৌর সভা সার্ভিস এসোসিয়েশনের রাজশাহী বিভাগের সভাপতি মাহমুদুল ইসলাম, জয়পুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন, হিসাব সহকারী মাহমুদুল হাসান হিমু, বস্তি উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান ছাড়াও বিভিন্ন ধর্মীয়,সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি ও নারী সংগঠনের নেতৃবৃন্দ ।

আলোচনাসভা শেষে সর্ব সম্মতি ক্রমে ৬৫ কোটি ৯৯ লাখ ৩১ হাজার ৬৩৩ টাকার বাজেট ঘোষনা করা হয়। বাজেটে আয়ের খাতগুলোর মধ্যে আবাসিক বা হোল্ডিং ও বানিজ্যিক কর, সকল প্রকার লাইসেন্স ফি, হাট-বাজার ও গনসৌচাগার ইজারা, বিভিন্ন পারিবারিক মামলা ফি, স্বাস্থ্যখাতে অনুদান গ্রহন ইত্যাদি উল্লেকযোগ্য।

এ ছাড়া ব্যায়ের খাত গুলো হলো- কর্মকর্ত-কর্মচারীদেও বেতন ভাতা, বিদ্যুৎ ও জ্বালানী বিল প্রদান, মোটর যান যন্ত্রাংশ ক্রয়সহ মেরামত, মুক্তিযোদ্ধা কল্যান তহবিলে অর্থ প্রদান, চিকিৎসা সেবা, আর্থিক অনুদান প্রভৃতি উল্লেখযোগ্য।

জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, “গত অর্থ বছরের বাজেটের মত সকলের সহযোগীতায় এ বাজেটেরও সফল বাস্তায়ন সম্ভব হবে বলে আশা করছি।”

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬