খাগড়াছড়িতে বিএনপির নামে মিথ্যা মামলার নিন্দায়-ওয়াদুদ ভূইয়া
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে আওয়ামীলীগের মিথ্যা বানোয়াট মামলায় বিএনপি নেতৃবৃন্দ ও শত শত নেতাকর্মীদের বাড়িতে তল্লাশির নামে তান্ডবলীলা চালাচ্ছে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা। খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক নিপু আহমেদ আজ মঙ্গলবার (৩০মে) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গত ২৬মে ২৩, খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে খাগড়াছড়ি আওয়ামীলীগ কার্যলয়ের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়ীতে হামলা ও ভাংচুর করে আওয়ামী সন্ত্রাসীরা। এছাড়াও সমাবেশে আগত শতশত নেতাকর্মীদের উপর বিক্ষিপ্তভাবে হামলা চালায় তারা।
হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ অন্তত ৫০জন গুরুতর আহত হয়। জেলা বিএনপি এ ঘটনার জন্য থানায় মামলা করতে গেলে থানায় মামলা গ্রহন না করায়, ২৮ মে ২০২৩ ইং তারিখ আদালতের মাধম্যে মামলা করা হয়। অথচ বিএনপির দায়েরকৃত মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
অপরদিকে আওয়ামীলীগের দায়ের করা মিথ্যা, বানোয়াট ও কাউন্টার মামলায় বিএনপির নেতাকর্মীদের আটক করা হচ্ছে এবং আটকের নামে খাগড়াছড়ি জেলা ব্যাাপি রাতভর বিএনপির নেতা-কর্মীদের বাড়ী ঘরে পুলিশ ও সন্ত্রাসীরা অভিযানের নামে বাড়ি ঘর ভাংচুরসহ তান্ডবলিলা চালিয়ে এক নৈরাজ্যকর ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। এ সময় বিএনপির দুই নেতাকে আটক করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে খাগড়াছড়ি সদর পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নেছার আলী ও ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস। সোমবার দিবাগত রাতে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করা হয়।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, সোমবার রাত থেকে বিএনপি নেতাদের বাড়ীতে পুলিশ ও আওয়ামীলীগের সন্ত্রাসীরা এক সাথে অভিযান চালাচ্ছে। অনেক নেতাকর্মীর বাড়ী ও আসবাবপত্র তছনছ করা হয়েছে। বাড়ীতে থাকা নারীদেরও লাঞ্চিত করছে। তিনি অবিলম্বে মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের আটকের নামে পুলিশী হয়রানী বন্ধ করার দাবী জানিয়েছেন। অন্যথায় জেলা ব্যাপি হরতাল বা অবরোধের মত কর্মসূচী দিতে বিএনপি বাধ্য হবে। (প্রেস বিজ্ঞপ্তি)।