DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে শার্শায় জনসভা অনুষ্ঠিত

Ellias Hossain
জুন ৩, ২০২৩ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে শার্শায় জনসভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে যশোর জেলার শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়নের রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আওয়ামীলীগের জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩ জুন) বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।

 

৯নং উলাশী ইউনিয়ন আ.লীগের সভাপতি আয়নাল হক এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ‍্যক্ষ ইব্রাহিম খলিল ও যশোর জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক শামীমা সালমা আলম প্রমূখ।

 

প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন শার্শায় উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ”জাতির জনক বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতা এনেছে। এদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই তিনি কাজ করে গেছেন। তারই ধারবাহিকতায় বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যহত রেখেছে। আজ দেশে শতভাগ বিদ্যুৎ এর চাহিদা পূরণ, স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়ক উন্নয়ন ও পূণঃনির্মাণ, কৃষি, শিক্ষাসহ সকল সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগে আছে। বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে সারা বিশ্ব তা প্রশংসা করছে। কিন্তু বিএনপি-জামাত শিবির এসব চাই না, তারা হিংসা করে উন্নায়ন বাধাঁ সৃষ্টির জন্য নানা ভাবে চক্রান্ত করে যাচ্ছে।

 

তিনি আরও বলেন, ২০০১-২০০৬ ইং সনের সেই অত্যাচারী বিএনপি-জামাতের আগুন তান্ডপ শার্শার মানুষ আর দেখতে চাই না। মানুষ উন্নয়ন দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তাই জনবান্ধব ও উন্নয়নমুখী আওয়ামীলীগ সরকারকে আবারো আগামী সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান শেখ আফিল উদ্দিন।

 

এ ছাড়াও জনসভায় আরো বক্তব্য রাখেন, শার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির উদ্দিন আহম্মেদ তোতা, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, গোগা ইউপি চেয়ারম্যান তবিবুর রহমান, শার্শা উপজেলা যুবলীগ সাবেক সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, শার্শা উপজেলা মহিলা আ.লীগ সাধারণ সম্পাদক শিরিন শারমিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, বেনাপোল পৌর যুবলীগ আহবায়ক আহাদুজ্জামান বকুল প্রমূখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬