আবু সাঈদ চাঁদকে হাজির করাহয়েছে ফরিদপুরের আদালতে
ফরিদপুর প্রতিনিধিঃ
রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে ফরিদপুর আদালতে হাজির করে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।আজ মঙ্গলবার (৬ জুন) সকাল ১১টায় তাকে পুলিশ প্রহরায় আদালতে হাজির করা হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের দায়ের করা মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আদালতে হাজির করা হয়েছে।
এ সময় আদালত চত্বরে মামলার বাদী শামীম হক, সাক্ষী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফসহ আওয়ামী লীগের নেতাকর্মী হাজির ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে ফরিদপুর জেলা কারাগার থেকে আবু সাঈদ চাঁদকে পুলিশ ভ্যানে করে এক নম্বর আমলি আদালতের (সদর) বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছাড়ের আদালতে হাজির করা হয়। পরে তাকে আবার পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
এ মামলার বাদী পক্ষের আইনজীবী জাহিদ ব্যাপারী জানান, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে মঙ্গলবার শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এ মামলার শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে।
এদিকে, মঙ্গলবার সকালে আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে আদালত চত্বরে ভিড় জমাতে থাকেন। পরে সকাল ১০টা ২০ মিনিটে চাঁদের একটি কুশপুত্তলিকা আদালত চত্বরে আনা হয়।
উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীতে বিএনপির এক কর্মসূচিতে শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেন চাঁদ। এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়।