ঠাকুরগাঁওয়ে বিএনপির অবস্থান কর্মসূচি
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
দেশব্যাপী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতের ব্যাপক দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ( ৮ জুন) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলা বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ঠাকুরগাঁও জেলা বিএনপি।
এসময় বিএনপি নেতারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, দেশের সাধারণ মানুষ সময় মতো বিল দিয়েছে বকেয়া তো রাখে নাই তাহলে প্রয়োজন মতো আমরা বিদ্যুৎ কেনো পাবো না? তারা আরও বলেন, এই সরকার দেশের কৃষিকে ধ্বংস করেছে। দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বানিয়েছে।
বিদ্যুতের অসহনীয় এ অবস্থা থাকলে কঠোর থেকে কঠোরতম অবস্থান কর্মসূচি নেওয়া হবে বলে জানান দলটির নেতাকর্মীরা।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, সদর উপজেলা সভাপতি, আব্দুল হামিদ, যুবদলের সভাপতি আবু নূর চৌধুরী, সেচ্ছাসেবক দলের সভাপতি নুুরজ্জামান নুরু প্রমূখ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
অবস্থান কর্মসূচি শেষে জেলা বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুনুর রশীদের কাছে স্মারকলিপি প্রদান করেন বিএনপি নেতারা।