ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা প্রদানের প্রতিবাদে ঢাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল Logo একটি স্নাইপার বুলেটই যথেষ্ট: বাঙালি নেতাকে কেএনএফ-এর হুমকি! Logo খাগড়াছড়িতে নাশকতার পরিকল্পনা করছে ইউপিডিএফ Logo সামনে ঘোর অন্ধকার-আমরা ঘুমাচ্ছি Logo খাগড়াছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বাষিকী পালিত Logo কিশোরগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল Logo হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতারা Logo কিশোরগঞ্জ শহরে অটোরিকশার যানজট ও ফুটপাত দখল ভাঙতে মাঠে নামলেন ডিসি ফৌজিয়া খান Logo রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের মৃত্যুতে মহাসচিব মির্জা ফখরুলের শোক Logo রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের মৃত্যুতে প্রবাস থেকে শোক প্রকাশ করলেন সেলিম রেজা

ঝিনাইদহে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ১০৩৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

পুলিশের বাধায় ঝিনাইদহে অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার (৮ জুন) সকালে শহরের বিদ্যুৎ অফিসের পাশে তসলিমা ক্লিনিকের সামনে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা।

 

পরে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধায় বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনটি। এতে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

 

সমাবেশ শেষে মিছিল নিয়ে বিদ্যুৎ অফিসে স্বারকলিপি দিতে গেলে তাতেও বাধা দেয় পুলিশ। পরে বিএনপির কয়েকজন প্রতিনিধি গিয়ে স্মারকলিপি দেন।

 

ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি এম এ মজিদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি দেওয়ার কথা ছিল। জেলা বিএনপি অবস্থান কর্মসূচি পালন করতে গেলে সরকারের পুলিশ বাহিনী আমাদেরকে বাধা দেয়। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাহিনী বাধা দিয়ে আন্দোলনকে প্রতিহত করতে চেয়েছে। পুলিশ বাহিনী দিয়ে এই আন্দোলনকে থামানো যাবে না। পুলিশের বাধা অপেক্ষা করেই বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ অফিসে স্মারকলিপি দেওয়া হয়েছে।

 

ঝিনাইদহ সদর থানা পুলিশের ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, বিএনপির নেতাকর্মীরা ব্যস্ততম সড়কটি অবরোধ করে বিক্ষোভ মিছিল করছিল। সড়ক অবরোধ করে তারা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা সাধারণ পথচারীদের ভোগান্তি সৃষ্টি করতে না পারে এজন্য সড়ক অবরোধ করতে বাধা দেওয়া হয়েছে। এছাড়া তাদের কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়নি। পরে তারা বিক্ষোভ মিছিল করেছে এবং বিদ্যুৎ অফিসে স্মারকলিপি দিয়েছে।

ট্যাগস :

ঝিনাইদহে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

আপডেট সময় : ১০:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

ঝিনাইদহে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

পুলিশের বাধায় ঝিনাইদহে অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার (৮ জুন) সকালে শহরের বিদ্যুৎ অফিসের পাশে তসলিমা ক্লিনিকের সামনে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা।

 

পরে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধায় বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনটি। এতে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

 

সমাবেশ শেষে মিছিল নিয়ে বিদ্যুৎ অফিসে স্বারকলিপি দিতে গেলে তাতেও বাধা দেয় পুলিশ। পরে বিএনপির কয়েকজন প্রতিনিধি গিয়ে স্মারকলিপি দেন।

 

ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি এম এ মজিদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি দেওয়ার কথা ছিল। জেলা বিএনপি অবস্থান কর্মসূচি পালন করতে গেলে সরকারের পুলিশ বাহিনী আমাদেরকে বাধা দেয়। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাহিনী বাধা দিয়ে আন্দোলনকে প্রতিহত করতে চেয়েছে। পুলিশ বাহিনী দিয়ে এই আন্দোলনকে থামানো যাবে না। পুলিশের বাধা অপেক্ষা করেই বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ অফিসে স্মারকলিপি দেওয়া হয়েছে।

 

ঝিনাইদহ সদর থানা পুলিশের ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, বিএনপির নেতাকর্মীরা ব্যস্ততম সড়কটি অবরোধ করে বিক্ষোভ মিছিল করছিল। সড়ক অবরোধ করে তারা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা সাধারণ পথচারীদের ভোগান্তি সৃষ্টি করতে না পারে এজন্য সড়ক অবরোধ করতে বাধা দেওয়া হয়েছে। এছাড়া তাদের কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়নি। পরে তারা বিক্ষোভ মিছিল করেছে এবং বিদ্যুৎ অফিসে স্মারকলিপি দিয়েছে।