DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৭ই মে ২০২৫
ঢাকাবুধবার ৭ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় স্বর্ণের বার সহ এক ব্যাক্তি আটক

Astha Desk
জুন ৯, ২০২৩ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরায় স্বর্ণের বার সহ এক ব্যাক্তি আটক

 

সাতক্ষীরা প্রতিনিধিঃ

ভারতে পাচারের সময় সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে দুই পিস স্বর্ণের বারসহ সাগর নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সদর উপজেলার বৈকারী সীমান্তের বলদঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২৩৩.২৮ গ্রাম যার বাজার মূল্য ১৯ লাখ ৬৮ হাজার ৮৩ টাকা।

 

আটককৃত মোঃ সোহাগ (২৫) সদর উপজেলার বৈকারী মাঝেরপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বৈকারী বিওপির নায়েক শহিদুল ইসলামের ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তের বলদঘাটা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে স্বর্ণ চোরাচালানী সোহাগকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী চালিয়ে একটি প্যাকেটে রক্ষিত দুই পিচ স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ২৩৩.২৮ গ্রাম।

 

বিজিবি আরো জানায়, জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্য ১৯ লাখ ৬৮ হাজার ৮৩ টাকা।সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরাচালানী সোহাগকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং একটি মামলা হয়েছে। আর স্বর্ণের বার দুটি সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১