রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে পানছড়িতে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ
- আপডেট সময় : ১২:০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / ১০১৩ বার পড়া হয়েছে
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে পানছড়িতে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তী উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়িতে আলোচনা সভা, পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ জুন) বিকাল ৪টায় অনির্বাণ শিল্পীগোষ্ঠীর আয়োজনে সংগঠনের নিজেস্ব কার্যালয়ে এই জন্মজয়ন্তী অনুুুুুুষ্টান অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি জয়নাথ দেব এর সভাপতিত্বে ও মুক্তবিহঙ্গ আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক মঞ্চ খাগড়াছড়ি কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম টুকুর সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পী বিধান রায় বিশ্বাস, মুক্তবিহঙ্গ আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক মঞ্চের প্রধান সম্মনয়ক মুর্তজা পলাশ, অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি থোয়াইঅংগ্য চৌধুরী, সাবেক সভাপতি ইউসুফ আদনান, খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিউটের তবলার প্রশিক্ষক অরুণ শর্মা, অনির্বাণ শিল্পীগোষ্ঠীর কার্যনির্বাহী কমিটির সদস্য বাবুল কায়সার, মতিউর রহমানসহ প্রমুখ।
সংগঠনটির সাধারণ সম্পাদক মিঠুন সাহা এর শুভেচ্ছা বক্তব্যের আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।