DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে দেশীয় অস্ত্র উদ্ধার

Astha Desk
জুন ১৬, ২০২৩ ১২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

বানিয়াচংয়ে দেশীয় অস্ত্র উদ্ধার

 

বানিয়াচং প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার বানিয়াচংয়ে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে উপজেলার ১১ নম্বর মক্রম্পুর ইউনিয়নের কুশিয়াতলা গ্রামের তিনটি ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হাতে তৈরি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
চলতি বছরের এপ্রিল মাসে উপজেলায় গোষ্টীভিত্তিক গ্রাম্য দাঙায় ৫ টি হত্যা কান্ডডের ঘটনায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটে।

 

এপ্রিল মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় দেশীয় অস্ত্র নিষেধ করার জোরালো দাবির প্রেক্ষিতে ওই সমস্ত দেশীয় অস্ত্র নিষেধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। ১৪ মে জারিকৃত গণবিজ্ঞপ্তি অনুযায়ী ২৫ মে’র ভিতরে অস্ত্র জমাদানের নির্দেশ প্রদান করা হয়।

 

উল্লেখিত সময় সীমার মধ্যে অস্ত্র উদ্ধার না হওয়ায় স্থানীয় প্রশাসন অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করার কথা ছিল। অস্ত্র উদ্ধার অভিযানের সময় গ্রাম পুরুষ শূন্য থাকায় কাউকে আটক করা যায়নি।

 

এ ব্যাপারে বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান বলেন , গ্রাম্য দাংগা বন্ধ করতে হলে ওইসব দেশীয় অস্ত্র উদ্ধারের বিকল্প নাই। গ্রামগুলোর শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৫
  • ১৯:৫৭
  • ৫:১৮