DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক বৃদ্ধের মৃত্যু

Astha Desk
জুন ১৬, ২০২৩ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

বানিয়াচংয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক বৃদ্ধের মৃত্যু

 

বানিয়াচং প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৭টায় বসতবাড়ীর পাশের বাগান বাড়িতে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তির নাম আলী আকবর (৬৮)। তিনি বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়নের মাদারীটুলা গ্রামের মৃত আলী মামদের পুত্র।

 

নিহতের স্বজনরা জানান, নিহত আলী আকবর দীর্ঘদিন প্রবাসে থেকে বাড়িতে অবসর জীবনযাপন করছিলেন।
৩ ছেলে ও ৩ মেয়ের জনক আলী আকবর প্রতিদিনের ন্যায় বাড়ির পাশর্বর্তী বাগান বাড়িতে ফজরের নামাজের পর গাছের পরিচর্যা করতে যান। রাতের বেলা ঝড়ে পল্লী বিদ্যুতের তার ছিড়ে পরে থাকার বিষয়টি না জানার কারণে তিনি ওই পড়ে থাকা ছেড়া তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন।

 

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় নিহতের তিন পুত্র প্রবাসে থাকায় লাশ ময়নাতদন্ত শেষে হিমাঘারে রাখা হয়েছে। নিহতের পুত্ররা এসে লাশ দাফন করবেন।

 

লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি মর্মান্তিক। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৫
  • ১৯:৫৭
  • ৫:১৮