DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন-বাইডেন

Astha Desk
জুন ২১, ২০২৩ ২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন-বাইডেন

 

আন্তর্জাতিক ডেস্কঃ

বেলারুশ সীমান্তে রাশিয়া পরমাণু অস্ত্র মোতায়েন করার পর এখন বাস্তব হুমকি সৃষ্টি হয়েছে যে, মস্কো এই কৌশলগত অস্ত্র ব্যবহার করতে পারে। চলতি সপ্তাহের প্রথম দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের ঘোষণা দেয়ার পর এই উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

 

সোমবার ক্যালিফোর্নিয়ার একটি দাতা গোষ্ঠীর সঙ্গে আলাপের সময় বাইডেন বলেন, রাশিয়ার পক্ষ থেকে বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করার মধ্য দিয়ে এই লক্ষণ ফুটে উঠছে যে, রাশিয়া সম্ভবত ছোট পরিসরে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে।

গত মাসে মস্কো এবং মিনস্ক বেলারুশ সীমান্তে পরমাণু অস্ত্র মোতায়েন করার বিষয়ে চুক্তি চূড়ান্ত করে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, রাশিয়ার ইস্কান্দার এম মিসাইল এবং পরমাণু অস্ত্র ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি করা বিমানে মোতায়েন করা হবে এসব ওয়ারহেড।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের ঘোষণা দেয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, তিনি এখনই রাশিয়ার পক্ষ থেকে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা দেখছেন না।

 

কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দুই বছর আগে আমি এখানে কলোরাডো নদী শুকিয়ে যাওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছিলাম, তখন সবাই আমার দিকে ভিন্ন চোখে তাকিয়ে ছিলেন। এখন যখন আমি বলছি যে, পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন তখনও আমার দিকে ভিন্নভাবে তাকানো হচ্ছে। সূত্র-পারসটুডে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০