DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১১ই মে ২০২৪
ঢাকাশনিবার ১১ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কত টাকায় বিক্রি হলো রবি ঠাকুরের দুর্লভ চিঠি?

Abdullah
জুন ২৫, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

কত টাকায় বিক্রি হলো রবি ঠাকুরের দুর্লভ চিঠি?

 

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

আজ থেকে ৯৩ বছর আগেকার কথা। হলদে রঙের কাগজজুড়ে তাঁর সংবেদনশীল মননের ছোঁয়া। সম্প্রতি নিলামে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা সেই দুর্লভ একটি চিঠি। বিক্রি হল প্রত্যাশার চেয়েও সাতগুণ বেশি দামে। তাঁর লেখা ছোটগল্পের কয়েকটি ইংরেজি অনুবাদ অপছন্দ হওয়ায়, ১৯৩০ সালের ৩ জানুয়ারি সত্যভূষণ সেনকে এই চিঠি লিখেছিলেন রবি ঠাকুর।

 

নিলামের উদ্যোক্তাদের ধারণা ছিল, চিঠিটি ২ থেকে ৩ লক্ষ টাকায় বিক্রি হতে পারে। কিন্তু সকলকে রীতিমতো চমকে দিয়ে ২১-২২ জুন অনলাইনে একটি ‘আর্ট অকশন’-এ চিঠিটির আকাশছোঁয়া দর ওঠে। অবশেষে ২১ লাখ ১২ হাজার ২১২ টাকায় বিক্রি হয়।

 

চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, তাঁর লেখা ছোটগল্পের কিছু ইংরেজি অনুবাদ পছন্দ হয়নি। ইংরেজি সাহিত্য-অনুরাগীরা এই অনুবাদ পছন্দ করছেন না, তার প্রমাণ রয়েছে তাঁর কাছে। চিঠিতে তিনি আরও জানান, সেই সময়ের ইংরেজি সাহিত্যের লেখার ধরনের সঙ্গে তাঁর ছোটগল্পের ইংরেজি অনুবাদের ধরনের কোনও মিল নেই। শিক্ষাবিদদের ধারণা, সম্ভবত সত্যভূষণের অনুবাদ মনের মতো হয়নি বলেই এই চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ।

 

উল্লেখ্য, এই অকশনেই ১৯৪১ সালে নন্দলাল বসুর আঁকা একটি ছবিও ছিল। কৃষ্ণর মাখন চুরির দৃশ্যের সেই ছবি বিক্রি হয়েছে ৬৪ লাখ ৭৮ হাজার ৫২৫ টাকায়। সূত্র-ভারতীয় সংবাদ মাধ্যম আজকালের খবর।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮