DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৮ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

প্রেম করায় মেয়েকে হত্যা, রেলের নিচে প্রেমিকের মৃত্যু

Astha Desk
জুন ২৮, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

প্রেম করায় মেয়েকে হত্যা, রেলের নিচে প্রেমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ

নিম্নবর্ণের ছেলের সঙ্গে প্রেম করায় ভারতের কর্ণাটক রাজ্যের বাঙ্গারপেট এক তরুণীকে হত্যা করেছেন তাঁরই বাবা। এ ঘটনা জানার পর প্রেমিক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। সূত্র-ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি)।

প্রতিবেদনে বলা হয়, কৃষ্ণমূর্তির মেয়ে কীর্তির সনেগ প্রেম ছিল নিম্নবর্ণের ২৪ বছর বয়সী গঙ্গাধরের। এ নিয়ে মেয়ের সঙ্গে প্রায় ঝগড়া হতো কৃষ্ণমূর্তির ।

গতকাল মঙ্গলবার কৃষ্ণমূর্তি তাঁর মেয়েকে গঙ্গাধরের সঙ্গে সম্পর্ক শেষ করতে বলেন। এ নিয়ে হাতাহাতির সময় শ্বাসরোধে মেয়েকে হত্যা করেন কৃষ্ণমূর্তি। পরে মেয়ের মরদেহ পাখার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করে প্রেমিক।

স্থানীয় পুলিশ কর্মকর্তা কে ধার্নি দেবী বলেন, পেশায় রাজমিস্ত্রী গঙ্গাধর প্রেমিকের মৃত্যুর খবর মেনে নিতে না পেরে ট্রেনের নিচে গিয়ে আত্মহত্যা করেছে। কৃষ্ণমূর্তিকে মেয়ে হত্যার দায়ে আটককরা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]