DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ পরিচালক হলেন একেএম দেলোয়ার হোসেন

Astha Desk
জুলাই ৩, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ পরিচালক হলেন একেএম দেলোয়ার হোসেন

 

স্টাফ রিপোর্টারঃ

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন একেএম দেলোয়ার হোসেন। গত ৬ এপ্রিল অনুষ্টিত ৩৭৪তম সভায় তাকে ওই পদে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

দেলোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে সফলতার সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি আইসিএমবি থেকে ফেলো অব কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্ট্যান্টস (এফসিএমএ),
বিআইএম থেকে কম্পিউটার সায়েন্সে পিজিডি এবং বিপিএটিসি থেকে এ্যাডভান্স কোর্স অন এ্যাডমিনিস্ট্রেশন এ্যান্ড ডেভেলপমেন্ট (এসিএডি) সম্পন্ন করেন।দীর্ঘ ও বৈচিত্র্যময় কর্মজীবনে তিনি বিভিন্ন প্রতিষ্টানে নেতৃস্থানীয় পদে সুনামের সহিত অধিষ্টিত ছিলেন।

 

দক্ষিন এশিয়ার মধ্যে একজন আলোচিত বিশিষ্ট্য অর্থনীতিবিদ। তিনি সাফা ও আইসিএমবি এর সভাপতি,রুপালী ব্যাংক লিমিটেডের পরিচালক, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়্যারম্যান হিসেবে ও দায়িত্ব পালন করেছেন।জ্ঞান,চিন্তাশক্তি, প্রেরনাদায়ক নেতৃত্ব এবং বাস্তব অভিজ্ঞতা দিয়ে প্রত্যেক কর্মক্ষেত্রকে তিনি স্মার্ট ও টেকসই উন্নয়নের দিকে পরিচালিত করেছেন।

 

তিনি দেশ বিদেশে অসংখ্য সেমিনার, কর্মশালা এবং প্রশিক্ষন কর্মসূচীতে অংশগ্রহন করেছেন। অতিশ দীপনঙ্কর ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজির ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবচেয়ে বড় পরিচয় তিনি একজন সাদা মনের মানুষ এবং শিকড়ের প্রতি রয়েছে তার অকৃত্রিম টান ও ভালোবাসা। তিনি আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের কটিয়াদী-পাকুন্দিয়ার মনোনয়ন প্রত্যাশী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]