DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সরকার বিদায়ের ভয়ে কাঁপছে-মান্না

Astha Desk
জুলাই ৮, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সরকার বিদায়ের ভয়ে কাঁপছে-মান্না

আস্থা ডেস্কঃ

নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সরকার মনে করছে এই বুঝি ক্ষমতা গেল, এই বুঝি ক্ষমতা গেল। এরা সব সময়ই ভয়-ভীতির মধ্যে আছে। সরকার বিদায়ের ভয়ে কাঁপছে।

আজ শনিবার (৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট আয়োজিত ‘গণতন্ত্র, নির্বাচন, জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট শীর্ষক’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মান্না।

এ সময় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই সরকার খুবই দুর্বল সরকার। এরা সব সময়ই ভয়-ভীতির মধ্যে আছে। দেশের মানুষ বলে সরকার কবে যাবে? আমরা এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সম্মিলিতভাবে সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করব। বিজয় আমাদের হবেই, বিজয় আর অনেক দূরে নয়।

শামসুজ্জামান দুদু বলেন, এই জুলাই মাস হতে পারে স্বৈরতন্ত্র পতনের মাস। যেহেতু ১৪-১৫ বছর যাবত একই রকম অপরাধ করেই যাচ্ছে সরকার। অপরাধের সীমা দিনের পর দিন বেড়েই যাচ্ছে। কোন সরকার যদি কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, অনমনীয় হয়, জনগণ যদি শান্তিতে থাকতে না পারে-তাহলে সেই সরকারের পতন অনিবার্য। যেমন এখন যেকোনো মুহূর্তে এ সরকারের পতন হতে পারে। মানুষ হাজারে হাজারে নয়, লাখে লাখে নয়, কোটিতে কোটিতে রাস্তায় নেমে আসতে পারে। সরকার বুঝতে পারছে না। স্বৈরাচারী এরশাদও বুঝতে পারে নাই। ৬৯’ এর স্বৈরাচারী আইয়ুব খানও বুঝতে পারে নাই। সরকার বুঝতে পারলে মানুষের কাছে, গণতন্ত্রের কাছে মাথা নত করতো।

 

আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, আয়োজক সংগঠনের নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার, সাবেক ছাত্রনেতা এম নাজমুল হাসান, জাতীয়তাবাদী গণতান্ত্রীক দলের সভাপতি আমির হোসেন বাদশা, নিখোঁজ কাউন্সিলর চৌধুরী আলমের ভাই খোরশেদ আলম মিন্টু, সাবেক ছাত্রনেতা তারেক আহমেদ প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০