DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসা নিগ্রহের প্রতিবাদে সিলেটে ওজিএসবি’র মানববন্ধন

Astha Desk
জুলাই ৯, ২০২৩ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

চিকিৎসা নিগ্রহের প্রতিবাদে সিলেটে ওজিএসবি’র মানববন্ধন

 

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় আটক দুই চিকিৎসকের মুক্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)।

 

আজ রোববার (০৯ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ গেইটের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশনার নিন্দা জানিয়ে ডা. মুনা ও শাহজাদীকে অবিলম্বে মুক্তির দাবি জানান বক্তারা।

 

 

মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শাহ ফাহমিদা সিদ্দিক পপি সঞ্চালিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাকিব আলী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. নমিতা রানী সিনহা। উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহানা ফেরদৌস, নর্থ ইস্ট মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. নাহিদ ইলোরা, প্রফেসর ডা. মোখলেছুর রহমান, প্রফেসর ডা. এনায়েত হোসেন, প্রফেসর ডা. কাজী জানে আলম, ডা. আবু সাইদ আব্দুলাহ মকুল, ডা. আর. কে. এস রয়েল, ডা. তরিকুল ইসলাম, ডা. আখলাক আহমেদ আজিজুর রহমান রোমান, ডাঃ আশিক আনোয়ার বাহার প্রমুখ।

 

এ সময় ওজিএসবির সভাপতি পার্কভিউ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও বিভাগীয় প্রধান প্রফেসর ডা. দিলীপ কুমার বলেন, কোনো মৃত্যুই কারো কাম্য নয়, কিন্তু জটিলতা এড়ানো যায় না। পৃথিবীর কোথাও জটিলতার জন্য ফৌজদারি মামলা হয় না। বিনা বিচারে আটক চিকিৎসকদের জামিন না হওয়া দুষ্ট লোকদের সুযোগ করে দেওয়ার শামিল। তাই চিকিৎসকদের জামিন ও মামলা প্রত্যাহার করা হোক। প্রমাণের আগেই তাদের হয়রানি বন্ধ করা হোক।

 

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় সংকট বাড়বে জানিয়ে তিনি বলেন, জটিল রোগীর চিকিৎসা করতে গিয়ে যদি চিকিৎসকরা হামলা-মামলার শিকার হয়, তাহলে চিকিৎসকরা আর জটিল রোগীর চিকিৎসা করতে সাহস পাবে না। এতে রোগীদের ভোগান্তি এবং মৃত্যুর হার বেড়ে যাবে।

আরো পড়ুন :  সরকার পতনের ষড়যন্ত্র, আটক সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি

 

সংগঠনের সেক্রেটারি ওসমানী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর নাসরিন আক্তার বলেন, প্রসব বেদনায় কাতর জটিল রোগর চিকিৎসা দিতে গিয়ে আমাদের চিকিৎসকরা আজ জেলে। পৃথিবথাও এমন নজির নেই। আমি আটক হওয়া চিকিৎসকদের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি। তাদের জেলে অবস্থান একটি বাজে নজির এর আগে অভিযোগ প্রমাণ হওয়ার আগেই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে দুই চিকিৎসককে আটকসহ সারাদেশে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে এবার মাঠে নামছে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৬
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৩
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩৩
  • ৬:২৭