DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে শ্বশুর হত্যার দায়ে জামাতা আটক

Astha Desk
জুলাই ১০, ২০২৩ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

শ্বশুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে জামাতা আটক পানছড়িতে শ্বশুর হত্যার দায়ে জামাতা আটক

হবিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পানছ‌ড়ি‌তে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে জামাতা সেলিম মিয়াকে আটক ক‌রে‌ছে পু‌লিশ। আজ সোমবার (১০জুলাই) ভোর ৪ টার দি‌কে উপ‌জেলার শানখলা ইউনিয়‌নের ডেউয়াতলী স্কুলের পাশ থেকে সেলিম মিয়াকে আটক করা হয়।

শ্বশুর নূর আলমকে (৫৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে জামাতা সেলিম মিয়াকে আটক ক‌রে‌ছে পু‌লিশ। প্রাথ‌মিকভা‌বে তিনি শ্বশুরকে হত‌্যার কথা স্বীকার ক‌রে‌ছেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে রোববার (৯জুলাই) রাত ৮টার দি‌কে উপজেলার পানছড়ি আশ্রায়ন গ্রামের বাসিন্দা মুন্সেফ উল্লার ছেলে নূর আলমকে (৫৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে জামাতা সেলিম মিয়ার বিরুদ্ধে। প্রাথ‌মিকভা‌বে তিনি শ্বশুরকে হত‌্যার কথা স্বীকার ক‌রে‌ছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নূর আলমের সঙ্গে তাঁর মেয়ের স্বামী সেলিম মিয়ার পারিবারিক কলহ ছিল। এ নিয়ে রোববার রা‌তে শ্বশুর ও জামাতার ম‌ধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যা‌য়ে তাঁর জামাতা ক্ষিপ্ত হ‌য়ে ছুরিকাঘাত কর‌লে ঘটনাস্থ‌লেই নূর আলমের মৃত্যু হয়। এরপরই সেলিম মিয়া পা‌লি‌য়ে যান।

আটকের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বলেন, রাতভর অভিযানের পর সোমবার ভোর ৪ টার দি‌কে ডেউয়াতলী স্কুলের পাশ থেকে সেলিমকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সে‌লিম‌কে আদাল‌তে তোলা হ‌বে। নিহ‌তের মরদেহ ময়নাতদ‌ন্তের জন‌্য হ‌বিগঞ্জ সদর হাসপাতাল ম‌র্গে পাঠানো হ‌য়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৬
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৩
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩৩
  • ৬:২৭