DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নেতাদের নিয়ে ভেঙে পড়ল সমাবেশের মঞ্চ!

Astha Desk
জুলাই ১০, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

নেতাদের নিয়ে ভেঙে পড়ল সমাবেশের মঞ্চ!

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কাপাসিয়া পুরোনো ধান বাজারে উপজেলায় কৃষক লীগের এ সমাবেশের মঞ্চ ভেঙ্গে পড়েছে। আজ সোমবার দুপুরের দিকে এঘটনা ঘটে।

উপজেলায় কৃষক লীগের সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে মঞ্চে ওঠেন সমাবেশের প্রধান অতিথি সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি। তাঁর সঙ্গে কিছু নেতা কর্মী ওঠার কিছুক্ষণের মধ্যে মঞ্চটি ভেঙে পড়ে। এ সময় নেতা কর্মীরা ছোটাছুটি করে মঞ্চ থেকে নেমে পড়েন।
তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। পরে ভেঙে পড়ায় মঞ্চের সামনে চেয়ার সাজিয়ে সমাবেশ শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। প্রধান আলোচক ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ।

বক্তব্য রাখেন, কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, সংসদ সদস্য রুমানা আলী টুসি, সহ-সভাপতি এসএম আকবর আলী চৌধুরী, মোঃ মাকসুদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম আজম খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক লায়ন মোঃ আহসান হাবিব।

সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ সুলতান উদ্দিন শেখ, সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের সভাপতি লিটন দর্জি ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বেপারী।

সমাবেশের মঞ্চ ভেঙে পড়ার বিষয়ে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী বলেন, সমাবেশস্থল ছোট হওয়ায় মঞ্চটিও ছিল ছোট। তাই ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি নেতা কর্মী উঠে পড়ায় মঞ্চটি হালকা ভেঙে পড়ে। এতে কেউ আহত হয়নি।

এ ব্যাপারে উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতান উদ্দিন শেখ বলেন, ‘মঞ্চের বাঁশগুলোর টেম্পার না থাকায় মঞ্চটি মাঝখানে ভেঙে হেলে পড়ে যায়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০