DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Astha Desk
জুলাই ১০, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

বানিয়াচংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বানিয়াচং প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশুদের সাথে খেলা করার সময় সাঁকো থেকে পানিতে পড়ে ইব্রাহিম মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১০ জুলাই) দুপুর ১ টার দিকে কালিকা পাড়া জামে মসজিদের পাশে একটি খালের পানিতে ডুবে শিশু ইব্রাহিমের মৃত্যু হয়।

নিহত শিশু উপজেলার ২নম্বর ইউনিয়নের আদমখানী গ্রামের লিটন মিয়ার পুত্র। এলাকাবাসী জানান দু/তিন বছর পূর্বে ওই শিশুর আরেক ভাই পানিতে ডুবে মারা গিয়েছে।

নিহতের স্বজনরা জানান, দুপুর বেলা অন্যান্য শিশুদের সাথে খালপাড়ে খেলা করছিল ওই শিশুটি। সবার অগোচরে খালের উপরে থাকা বাঁশের সাঁকো পার হতে গিয়ে খালের পানিতে পড়ে ডুবে যায় শিশু ইব্রাহিম।

খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

 

বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারটির আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।