হিলিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক লিফলেট বিতরণ
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়তে লিফলেট বিতরণ ও মশক নিধনে ফর্গার মিশিনে ধোয়াসহ মশক ঔষধ ছিটানো কার্যক্রম শুরু করছেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। আজ মঙ্গলবার(১১ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় পৌরসভার সামনে থেকে লিফলেট বিতরন ও মশক নিধনের কার্যক্রম শুরু করেন।
এসময় তিনি রাস্তার পথচারিদের ও দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরন ও জনসাধারণকে সর্তক ও ডেঙ্গু থেকে প্রতিকারের পরামর্শ দেন । এবং তিনি নিজে দাড়িয়ে থেকে ফর্গার মিশিন দিয়ে মশক নিধন ধোয়া দেন।
এসময় পৌরলীগের সাধারণ সম্পাদক নাসিম হোসেন টুকু, পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, কমিশনার খোকনসহ অনেকে উপস্থিত ছিলেন।
হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, হিলি হাসপাতালে দুই জন ডেঙ্গু রুগির সনাক্ত হওয়ায় আমরা খুব আতংকে রয়েছি। তাই এলাকার সচেতনতা বাড়াতে ও এলাকায় মশা নিধনের জন্য আজকে জনসাধারনকে অবহিত করতে ও পরামর্শ দিতে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।