DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বিষপানে হত্যার দায়ে নারীসহ তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

Astha Desk
জুলাই ১২, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বিষপানে হত্যার দায়ে নারীসহ তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

 

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রাম এলাকায় সংঘবদ্ধ বিষপানে হত্যার দায়ে এক নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা, ও দুটি ধারায় অনাদায়ে একটিতে একবছর আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (১২জুলাই) দুপুর ১২টার দিকে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এ রায় ঘোষনা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জেলার পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের হাঁস মিয়ার ছেলে আমজাদ হোসেন (৬০), আতাউরের স্ত্রী মুন্জিলা (৫০) আতাউর রহমান (৬৫ উপজেলার হরন্দা গ্রামের নিজামদ্দীনের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, ২০০০ সালের ১৩ মে পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামে এ ঘটনায় ওই যুবতীকে গাইবান্ধা জেলার পলাশ বাড়ির বাড়ি হরিপুর থেকে বিবাহের কথা বলে ১৮হাজার টাকাসহ যুবতীকে নিয়ে আসেন। পরে টাকা আত্মসাত করে  পরের দিন যুবতীর মুখে বিষ ঢেলে হত্যা করে। এ ঘটনায় ওই বছরের ১৩ মে পাঁচবিবি থানায় যুবতীর মা খালেদা বেওয়া মামলা করেন। পরে পুলিশ আসামিদের আটক করে।

তবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আতাউর রহমানের ছেলে ছাইদার বলেন, আমার বাবা স্বীকারোক্তি দেয়নি। নিহত মুনজিলা আমাদের বাড়িতে আশ্রিতা ছিলেন আমরা উচ্চ আদালতে যাব, সেখানে ন্যায়বিচার নিশ্চিত হবে।

মামলাটির রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল পিপি ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোস্তাফিজার৷

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১