DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বাউফলে ডেঙ্গু এখন মহামারি, আক্রান্ত ২শ

Astha Desk
জুলাই ১২, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাউফলে ডেঙ্গু এখন মহামারি, আক্রান্ত ২শ

 

মোঃ রবিউল/বাউফল প্রতিনিধিঃ

পটুয়াখালী বাউফলে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা আজ বুধবার (১২জুলাই) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, ইতিমধ্যে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৪ জন রুগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬ জন রুগীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে_বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবা দিয়ে সুস্থ করতে সক্ষম হয়েছেন। এবং তার কাছ থেকে আরো জানা যায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও বেসরকারি প্রাইভেট ক্লিনিকে আরো প্রায় ২শর এর মতো রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

তিনি জানিয়েছেন, বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণে এই রোগের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এবং এটি মাহামারি আকার ধারণ করছে। তাই সকলকে তিনি সতর্ক করেছেন এবং জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিতে বলেছেন। এবং চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোন প্রকার ঔষধ সেবন করতে নিষেধ করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১