গাছ লাগানোর ভিডিও দেখালে মিলবে এস্যাইমেন্ট নাম্বার
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষার তাগিদে গাছ লাগানোর ভিডিও দেখালেই মিলবে অ্যাসাইনমেন্টের নাম্বার। ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইমদাদুল হক শরীফ।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার কমিয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে বৃক্ষের বিকল্প আর কিছুই হতে পারে না।
এজন্যই বলা হয় “গাছ লাগান, পরিবেশ বাঁচান”।
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন! চারপাশে বৃক্ষনিধন, বিরূপ প্রভাব পড়ছে পরিবেশে। গাছপালা আমাদের কতটা আপন তা এই গরমেই উপলব্ধি করা যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে শিক্ষার্থীদের বৃক্ষরোপণের ভিডিও দেখালেই মিলবে অ্যাসাইনমেন্টের নাম্বার।
ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইমদাদুল হক শরীফ।
চলতি সেমিস্টারের প্রথম বর্ষের Environmental Biotechnology, দ্বিতীয় বর্ষের Evolutionary & Functional Botany এবং তৃতীয় বর্ষের Animal & Fisheries Biotechnology এবং ৪র্থ বর্ষের cancer Biology কোর্সের শিক্ষার্থীদের জন্য তিনি এই উদ্যোগ নেন। এক্ষেত্রে, প্রতিটি বিষয়ের অ্যাসাইনমেন্টের পূর্ণ ১০ নম্বরের ৫ নম্বর নির্ধারণ করা হয়েছে গাছ লাগানোর জন্য। পুরো নম্বর পেতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে পাঁচটি করে গাছ লাগাতে হবে। পরে গাছ লাগানোর পুরো কার্যক্রম ঐ শিক্ষককে ভিডিও করে পাঠাতে হবে।
জানা যায়, অ্যাসাইনমেন্ট প্রদানের পর থেকে শিক্ষার্থীরা নিজ বাসস্থান ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণে এই গাছ লাগান। এতে করে চার বর্ষের শিক্ষার্থীরা প্রায় সহস্রাধিক গাছ লাগান।
৪য় বর্ষের শিক্ষার্থী প্রিয়া স্পর্শিয়া বলেন, স্যারের এমন মহান উদ্যোগ কে বাস্তবায়িত করতে পেরে আমরা সবাই ই অনেক খুশি। শুধু নিজ বিভাগের করিডোর নয়, বৃক্ষরোপন হোক সারা দেশ জুড়ে।
নিজস্ব ক্যাম্পাস অথবা যে যার নিজস্ব জেলা যে যেখানেই পারি বৃক্ষরোপন করি।
আসেন সবাই মিলে বৃক্ষরোপন করি,
বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিত করি,
পরিবেশ কে রক্ষা করি।
জানা যায়, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব এমদাদুল হক শরীফ এর আগেও একটি চমৎকার উদ্যোগ নিয়েছিলেন
সেটি ছিল- বিভাগের করিডোরে বাগান করা।
এ বিষয়ে ইমদাদুল হক শরীফ বলেন, দিনদিন যে হারে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে সে হিসেবে আমাদের বিভাগ কখনোই দায় এড়াতে পারে না। তাছাড়া এ বিষয়ে সমাজের প্রত্যেককে এগিয়ে আসা দরকার। সেইলক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছি। এছাড়াও এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ রোপণের প্রবণতা ও প্রকৃতির সঙ্গে নিবিড় বন্ধন তৈরি হবে বলে তিনি মনে করেন।