চলে গেলেন ঠাকুরগাঁওয়ের চিত্রশিল্পী আঃ আজিজ
আব্দুল্লাহ আজাদ/ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও গত ৩৯ বছর ধরে ঠাকুরগাঁও জেলার শহরের প্রাণ কেন্দ্র বড় মাঠের এক কোণে চটপটি ও ফুচকা বিক্রি করার পাশাপাশি রাত জেগে ছবি আঁকতেন ছবি চটপটি ঘরের আবদুল আজিজ।
আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৯টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
চিত্রশিল্পী আবদুল আজিজের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আত্মীয়-স্বজন প্রতিবেশীসহ পুরো জেলা জুড়ে। গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ফুচকা বিক্রি করার পাশাপাশি ছবি আঁকায় বিভিন্ন সংবাদ মাধ্যমে তার চিত্রশিল্পী হওয়ার সংবাদটি প্রকাশিত হয়।
ছবি আঁকতে ভালোবাসতেন বলে তার দোকানের নাম দিয়েছিলেন ‘ছবি চটপটি ঘর’। চটপটি-ফুচকা বিক্রি করলেও তার নেশা ছিল ছবি আঁকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চটপটি ও ফুচকা বিক্রি করতেন তিনি। ফুচকা বিক্রিকে পেশা আর ছবি আঁকাকে নেশা হিসেবে গ্রহণ করে শুরু হয় রাত জেগে ছবি আঁকা।
জানা যায়, আজিজের আঁকা ১১টি চিত্রকর্ম ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছিল জেলা শহরের পাঠাগার মিলনায়তনে ছবি প্রদর্শনীতে। এছাড়াও সব মিলিয়ে ১লাখ ৫০হাজার টাকার ছবি তিনি বিক্রি করেছিলেন জানিয়েছেন তার পরিবার।
আব্দুল আজিজের স্ত্রী জানায়, তার সবশেষ ইচ্ছে ছিল ঢাকায় একটি চিত্রকর্ম প্রদর্শনের। কিন্তু সে আশা আর পূরণ হলো না।