চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল, আটক ১২
আতিকুর রহমান/চট্টগ্রাম প্রতিনিধিঃ
নগরীর আগ্রাবাদ চৌমুহনী মোড়ে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম মহানগর উত্তর জামায়াত। মিছিল শেষে পুলিশ কয়েকজনকে আটকের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
শুক্রবার (২৮ জুলাই) জুমার নামাজ শেষে আগ্রাবাদ মোড়ে এই ঘটনা ঘটে। এতে পুলিশ কমিশনারসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয় এবং পুলিশের একটি গাড়ি ভাংচুর করে জামায়াত কর্মীরা। এই ঘটনায় ১২ জনকে আটক করা হয়। চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের জন্য বেশ কয়েক পুলিশ কমিশনারের কাছে অনুমতি চেয়েও সমাবেশের অনুমতি দেওয়া হয়নি জামায়াতকে । সর্বশেষ শুক্রবার ২৮শে জুলাই আন্দরকিল্লা শাহী মসজিদের সামনে অনুমতি চেয়ে ও অনুমতি দেওয়া হয়নি সিএমবি থেকে।
নগরের জামায়াতে এক নেতা বলেন, আমরা বেশ কয়েকবার অনুমতি চেয়ে তারা আমাদেরকে অনুমতি দেন নাই তাই আমরা দলীয় সিদ্ধান্ত মোতাবেক কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে পুলিশ আমাদের উপর হামলা করে।এবং আমাদের ১২ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।
বিক্ষোভ মিছিলে মহানগরের আমির শাহাজান খান বলেন, অনতিবিলম্বে আমাদের নেতা কর্মীদের মুক্তি দিতে হবে। তিনি বলেন এই অবৈধ সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধিনে নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। জনগণের গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে।
চট্টগ্রাম নগর পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার জসিম উদ্দিন সাংবাদকর্মীদের বলেন, জামায়াত-শিবিরের হামলায় ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী কমিশনারসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।