ফরিদপুরে জাকের পার্টির মানববন্ধন অনুষ্ঠিত
মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি ও জাকের পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জাদু মিয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা জাকের পার্টির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল দশটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধনে অনুষ্ঠিত হয়।
জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক ফ্রন্টের যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান, ফরিদপুর জেলা জাকের পার্টির দপ্তর সম্পাদক এম এ কুদ্দুস, সালথা উপজেলা সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন বাচ্চু, চরভদ্রাসন উপজেলা সভাপতি রাজা হোসেন খান, লায়ন্স ক্লাব ফরিদপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি মহসিন শরীফ, জাকের পার্টির কোতয়ালী থানা সভাপতি আব্দুল মানান ফকির, নগরকান্দা উপজেলার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
মানববন্ধন থেকে মশিউর রহমান জাদু মিয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে এই হামলার সাথে জড়িত অপরাধীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতপ হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচির দিবে জাকের পার্টি বলে হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ২৫ জুলাই ফরিদপুর সদরস্থ কমলাপুর তেতুলতলা এলাকায় জনৈক সালাউদ্দিন জঙ্গির বসত বাড়ির সামনে ঢাকায় যাওয়ার পথে বর্বরোচিত সন্ত্রাসী হামলার শিকার হন জাকের পার্টির নেতা মশিউর রহমান জাদু মিয়া।