DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৭ই মে ২০২৪
ঢাকাশুক্রবার ১৭ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

লেকে ডুবে বশেমুরবিপ্রবি দুই ছাত্রীর করুণ মৃত্যু

Abdullah
আগস্ট ১, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ববিদ্যালয়ের লেকে ডুবে বশেমুরবিপ্রবি দুই ছাত্রীর করুন মৃত্য! বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসিনতায় একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা।

 

মোঃ শাহাজান ইসলাম/বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লেকে ডুবে দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- তাসপিয়া জাহান রিতু (২০) ও অনন্যা হিয়া (২০)। তারা দুজনই পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রিতুর বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাটে ও রিয়ার বাড়ি খুলনা সদরে। তারা দুজনে বিশ্ববিদ্যালয়ের সামনে গোবরা এলাকায় মেসে থাকতেন।

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, সাঁতার না জানা হিয়াকে লেকে ডুবতে দেখে রিতু এগিয়ে আসেন। একপর্যায়ে দুজনই ডুবে যান। ২০-২৫ মিনিট খুঁজে অন্য শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাজী ইসমাইল হোসেন তাদের মৃত্যু নিশ্চিত করেন।

এদিকে এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার অভিযোগ একাডেমিক ভবন প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সচল থাকলেও সেখানে নেই নুন্যতম চিকিৎসা ব্যাবস্থা। বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন ব্যবস্থা। তারা আরও বলেন অ্যাম্বুলেন্সে ঘখন আমরা তুলেছি তখন তারা সুস্থ ছিলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে অক্সিজেন ব্যাবস্থা না থাকা ও প্রশাসনের অবহেলার কারনে দুই ছাএীর মৃত্যু হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতায় এই মৃত্যুর জন্য দায়ী এমনটা অভিযোগ করে শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে কঠোর অবস্থান নিয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬