শিরোনাম:
রংপুরের জনসভায় হুইল চেয়ারে ৯৬ বছরের ভাষাসৈনিক
Astha DESK
- আপডেট সময় : ০১:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / ১০৫৬ বার পড়া হয়েছে
রংপুরের জনসভায় হুইল চেয়ারে ৯৬ বছরের ভাষাসৈনিক
রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ
রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে বদরগঞ্জ থেকে হুইল চেয়ারে ছুটে এসেছেন একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাস্টার (৯৬)।
তিনি বলেন, শারীরিক অসুস্থতা নিয়েও তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলা থেকে সকালে রংপুরের উদ্দেশে রওনা দিয়ে এসে পৌঁছেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি।
আজ তাঁর মেয়ে শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি ভালোবাসা থেকেই তিনি সমাবেশে যোগ দিতে এসেছেন। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার কোনো কষ্ট নাই। সবার উদ্দেশ্যে বলবো আসুন, স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও শেখ হাসিনার সরকার দরকার।













