মাইকিং করে ইলিশ মাছ বিক্রি, কেজি মাত্র ৩শ টাকা
স্টাফ রিপোর্টারঃ
গত দুই দিন ধরে দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরে মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। ২৫০-৩০০ গ্রাম ওজনের ইলিশ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কম হওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের লোকজনের ভিড় জমছে ইলিশের দোকানে।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পৌরশহরের মাছবাজারে গিয়ে দেখা যায়, ইলিশ মাছের আমদানি বেশি হলেও ক্রেতার অভাবে পড়ে থাকছে মাছ। এতে পচন ধরাসহ আর্থিক লোকসানের হাত থেকে রেহাই পেতে পৌর বাজারের মাছ ব্যবসায়ীরা দাম কমিয়ে মাইকিং করে বিক্রি করছেন ছোট আকারের ইলিশ মাছ। তবে এক কেজি ওজনের ওপরের ইলিশ মাছ প্রতি কেজি ১ হাজার ২শ থেকে ১ হাজার ৪শ টাকায় বিক্রি হচ্ছে।
গৃহবধূ শিরিন আক্তার বলেন, এমনিতেই ইলিশের দাম অনেক বেশি থাকে। এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও ইলিশ মাছ কিনে খাওয়া যায় না।
রিকশা ভ্যানচালক আফজাল হোসেন বলেন, মাইকিং শুনে যাত্রী পরিবহন করেই যা আয় হয়েছে, তাই দিয়ে ইলিশ মাছ কিনতে চলে এসেছি। এক কেজি ২শ গ্রাম ওজনের চারটি ইলিশ মাছ কিনে বাড়ি ফিরছি।
মাছ ক্রেতা রেজাউল আলম বলেন, গত বছরের তুলনায় এ বছর ইলিশের দাম একটু বেশি। তবে কম দামে বিক্রি করায় সব শ্রেণির ক্রেতার পক্ষে ইলিশ কেনা সহজ হয়েছে।
ইলিশ মাছ ব্যবসায়ী আমিনুল ইসলাম ও আব্দুল জব্বার বলেন, বর্তমানে ইলিশের আমদানি বেশি হওয়ায় এবং ক্রেতা না পাওয়ার কারণে দাম কমিয়ে মাইকিং করে ইলিশ বিক্রি করতে হচ্ছে।
যে মাছ ৩শ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে, অন্য সময়ে একই মাছ ৫শ থেকে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে বড় ইলিশ যেগুলোর ওজন এক কেজির ওপরে সেগুলো দাম ১ হাজার ২শ থেকে ১ হাজার ৪শ টাকা। বড় মাছের স্বাদ বেশি হওয়ায় দামও বেশি।