সরারচরে ট্রেনের বগি লাইনচ্যুত মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা
- আপডেট সময় : ০৭:১৮:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / ১০৬২ বার পড়া হয়েছে
সরারচরে ট্রেনের বগি লাইনচ্যুত মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা
নুরুজ্জামান আশরাফ/বাজিতপুর ও আশরাফুল ইসলাম রাজন/কটিয়াদী প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর স্টেশন এলাকায় দুপুর পনে ২ টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারোসিন্ধু দুই নাম্বার লাইনে প্রবেশ করে ও ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস ও একই লাইনে প্রবেশ করে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পায়।
এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা এগারো সিন্ধুর ঢাকা ও ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস এর যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পরেন। এ দিকে দুপুর ২ থেকে কিশোরগঞ্জ টু ভৈরব লাইনে সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সরারচর রেলওয়ে স্টেশন মাষ্টার সেলিম হোসেন বলেন, ক্রসিং এর সময় একটি কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারো সিন্ধুর ট্রেনকে লাইন দেওয়ার সাথে সাথে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ গামী কিশোরগঞ্জ এক্সপ্রেস লাইন দিতে দিতেই দুইটি বগি লাইনচ্যুত হয়ে যায়। আখড়া থেকে উদ্ধার কারী ট্রেন এসে বগি উদ্ধার করার পরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। কোন হতাহতের কোন খবর পাওয়া যায় নি।
















